আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীর জরিমানা

  মোঃ হেদায়েতুল ইসলাম (উজ্জল), আদমদীঘি(বগুড়া)

প্রকাশ: ১৭ আগস্ট ২০২২, ২০:১০ |  আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৫, ০২:৪৪

বগুড়ার আদমদীঘিতে ভাম্যমান আদালত অভিযান চালিয়ে নির্ধারিত মূল্যে চেয়ে বেশী মূল্যে বিক্রি করার অপরাধে তিন ব্যবসায়ীর জরিমানা করেছে। ভাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায় এই জরিমান আদায় করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়,উপজেলার নশরতপুর বাজার ও মুরইল বাজারে বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশী মূল্যে বিভিন্ন দ্রব্যাদি বিক্রি করার অপরাধে নশরতপুর বাজারের শ্যামল স্টোরের মালিক শ্যামল সাহার ৫’শত টাকা,চমক স্টোরের মালিক চমক সাহার ৫’শত টাকা এবং মুরইল বাজারের জীবন স্টোরের মালিক জীবন সাহার ৫’শত টাকা জরিমানা করেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত