আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে ছয় মাদকসেবীর কারাদন্ড
প্রকাশ: ২ অক্টোবর ২০২৪, ১৮:০৯ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:১৮
বগুড়ার আদমদীঘি সান্তাহার পৌরসভা এলাকায় মাদক সেবনের দায়ে ছয় মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট রাকিব হোসেন চৌধুরী এই রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকার মেহেদী হাসান, শুভ হোসেন, সোহেল রানা. বেলাল হোসেন, সোহেল রানা এবং শাহাদত হোসেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, সান্তাহার শহরের জোড়া পুকুর এলাকায় কয়েকজন মাদক সেবন করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে উল্লেখিত ছয় মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমান আদারতে হাজির করা হলে আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট রাকিব হোসেন চৌধুরী প্রত্যেকে তিন মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানার আদেশ দেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত