আদমদীঘিতে বিদ্যুৎ পৃষ্টে কৃষকের মৃত্যু
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ১৮:৫৬ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৭:৫৪
বগুড়ার আদমদীঘিতে পুকুর থেকে পানি সেচের সময় বিদ্যুৎ চালিত সেচ পাম্পের তারের সাথে জড়িয়ে রায়হান (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলা চাঁপাপুর ইউনিয়নের আড়াইল প্রামানিক পাড়ার তাহের প্রামানিকের ছেলে রায়হান গত সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বাড়ীর পাশে একটি পুকুরের পানি সেচের সময় বিদ্যুৎ চালিত মটরের তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায়। স্থানীয়রা থানা খবর দিলে পুলিশ গতকাল মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দাফনের অনুমতি প্রদান করেন। আদমদীঘি থানার এসআই প্রদীপ কুমার মৃত্যুর বিষয় নিশ্চত করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত