আদমদীঘিতে বিএনপির ২০০ নেতা-কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশ: ১০ জুলাই ২০২১, ২০:০৭ | আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:২৫
বগুড়ার আদমদীঘিতে নির্যাতিত নেতা-কর্মীদের ২০০ শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে চৌধুরী মৎস্য হাচারি চত্বরে ঈদুল আজহা উপলক্ষে এ সব খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও আদমদীঘি উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মাহাফুজুল হক টিকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম খান লিখন, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক আরিফুল হক রুমান, আনোয়ার হোসেন জীবন, সিহাব উল হক চৌধুরী, সাবেক ছাত্রনেতা রাকিবুল ইসলাম বিদ্যুৎ, যুবদল নেতা রায়হান, মিলন, আলম, জুয়েল, বাসার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুর রাজ্জাক, যুগ্ম আহবায়ক সোহাগ মন্ডল, সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাব্বির আহম্মেদ লিয়ন, উপজেলা ছাত্রদল নেতা মহিবুল ইসলাম শাকিব, ইসতিয়াক আহম্মেদ শিহাব, জাহিদুল ইসলাম, জামিল হোসেন, রাহুল হোসেন, হাসিবুল, শাকিল, জিহাদ, আলিফ, জিসান, আফসান,এমরান হোসেন, মুন্না হোসেন প্রমূখ। ঈদ সামগ্রীর মধ্যে ছিল আতব চাল, তেল, ময়দা, লবন, পেয়াজ, রসুন ও মসলা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত