আদমদীঘিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৩ জুন ২০২২, ২০:০০ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ১৭:১৮

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্দ্ধগতি প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভা উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল মহিত তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, শফিকুল ইসলাম খান লিখন, বিএনপি নেতা মাসুদ আহমেদ, বুলবুল ফারুক, মাহাফুজুল হক টিকন, গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু, সাহানুর রহমান তালুকদার মজনু, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আল নাঈম ইবনে হাসান শাওন সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত