আদমদীঘিতে বিএনপির কর্মী সমাবেশ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১৯:১৬ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ২১:৩৯

বগুড়ার আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর বিএনপির আয়োজনে কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। (১৬ অক্টোবর) বুধবার বিকেলে আদমদীঘি গো-হাট ময়দানে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদারের সভাপতিত্বে ও সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টুর সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশারফ হোসেন। সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির উপদেষ্টা ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া সদর বিএনপির সভাপতি মাফতুন হাসান খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল নবী ছালাম, খায়রুল বাশার, হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক তাহা উদ্দিন নাইম, প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিঠু, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি শাহাজাদী, সম্পাদক নাজমা আক্তার, জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক আবু হাসান, সেচ্ছাসেবক দল সভাপতি সরকার মুকুল, সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, শ্রমিকদল সভাপতি ওয়াদুদ রহমান, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রহমানসহ তার অঙ্গসংগঠনের নেতৃবর্গ।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত