আদমদীঘিতে বিআরডিবি নির্বাচনে বাবু’র হ্যাটট্রিক জয়
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ১৭:৪৩ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৯:৩৫
বগুড়ার আদমদীঘি উপজেলা কেন্দ্রীয় কৃষক সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি) চেয়ারম্যান পদে ব্যালট ভোটের ম্যাধ্যমে নির্বাচনে হ্যাটট্রিক জয় করলেন মিজানুর রহমান বাবু। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে বিআরডিবি কার্যালয়ে ভোটারেরা তাদের ভোট প্রদান করেন। এ নির্বাচনে মোট ৫০জন ভোটোরের মধ্যে ৪৯ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা সমবায় অফিসার আব্দুস সালাম ও পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন সমবায় পরিদর্শক আফজাল হোসেন। নির্বাচনে চেয়ারম্যান পদে (মাছ মার্কা) নিয়ে ৩৮ ভোট পেয়ে তৃতীয় বারের মত নির্বাচিত হলেন মিজানুর রহমান বাবু। তার নিকটতম প্রতিদ্বন্দিপ্রার্থী সাহের আলী (চেয়ার মার্কা) পেয়েছেন মাত্র ১১ ভোট। অপর দিকে বিনা প্রতিদ্বন্দিতায় ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রহমান, ডাইরেক্টর পদে আবু মুছা, সুশীল শীল, আত্তাব আলী, কাজল সরকার ও আব্দুল হাই সিদ্দিক নির্বাচিত হয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত