আদমদীঘিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২২, ১৯:৫৪ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ০৮:৪৬

বগুড়ার আদমদীঘিতে সরকারী প্রাথমিক পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঈশ্বর পুর্ন জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। 

উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাহাবুবা হক, প্রাথমিক শিক্ষা অফিসার সামছুল ইসলাম দেওয়ান, আইপিজে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজু আরা বেগম, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ। খেলা পরিচালনা করেন রেফারি স্বপন হোসেন, সহকারী রেফারী শাহিন আলম, মোহাম্মদ হোসাইন। খেলায় বঙ্গবন্ধু গোল্ড কাপ ফাইনাল খেলায় ছাতিনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে আদমদীঘি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফাইনাল খেলায় আদমদীঘি বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১-০ হারিয়ে শালগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হন। পরে বিজয়ী ও রার্নাসআপদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত