আদমদীঘিতে বঙ্গবন্ধুর  জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ১৮:৪৬ |  আপডেট  : ১৯ মে ২০২৪, ১১:৩৯

বগুড়ার আদমদীঘিতে জাতির পিতা শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। আদমদীঘি উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামীলীগ দিবসটি যথাযথ মর্যাদায় পালন করেন। [১৭ মার্চ) রবিবার সকালে এলক্ষে উপজেলা প্রশাসন,আওয়ামী লীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন। অপরদিকে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয়,দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে মাল্যদান করেন। এরপর বেলা ১১টায় উপজেলা চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বঙ্গবন্ধুর আত্নজীবনী তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,৩৮ বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন। কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা,সহকারি কমিশনার [ভুমি) ফিরোজ হোসেন, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বী,সহকারি পুলিশ সুপার [ সার্কেল) নাজরান রউফ,ওসি রাজেশ কুমার চক্রবর্তী,বীরমুক্তিযোদ্ধা আবির উদ্দীন,উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান,ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু,জিল্লুর রহমান,অধ্যক্ষ আব্দুর রহমান প্রমূখ। বাদ আছর হযরত বাবা আদম [রহঃ) জামে মসজিদে উপজেলা আ’লীগের উদ্যেগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত