আদমদীঘিতে প্রশাসনকে না জানিয়ে সরকারি রাস্তার ইট তুলে টিনের বেড়া

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ১৭:৪০ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৬

উপজেলা প্রশাসন বা স্থানীয় ইউনিয়ন পরিষদকে অবহিত না করে সম্প্রতি বগুড়ার আদমদীঘিতে দীর্ঘ প্রায় ৫০ বছর আগের ১৫০ ফিট সরকারী রাস্তার ইট তুলে একটি পরিবার টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদীঘি গ্রামে। রাস্তার ইট তোলা দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদকে অবহিত করে এবং বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়। তবে গ্রামের লোকজন বাধা দিলে বাড়ির মালিক আব্দুল ছালাম মোল্লা কাউকে তোয়াক্কা না করে জোড়পূর্বক সরকারি রাস্তার ইট তুলে রাস্তার পাশে ফেলে রাখে। এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

জানা যায়, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদীঘি গ্রামের আব্দুস ছালাম মোল্লা বাড়ির সামনে দিয়ে দীর্ঘ প্রায় ৫০ বছর আগে জনসাধারণ চলাচলের জন্য সরকারি বরাদ্দের মাধ্যমে ১৫০ ফিট একটি ইট সোলিং রাস্তা নির্মাণ করা হয়। ওই রাস্তার ইট প্রশাসনকে অবহিত না করেই নিজেদের স্বার্থে রাতের আঁধারে সরকারি রাস্তার ইট তুলে টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। পরদিন সকালে গ্রামের লোকজন রাস্তার ইট তোলা দেখে প্রতিবাদ করলে তারা কাউকে তোয়াক্কা করেনি। বর্তমানে রাস্তার পার্শ্বে ইট গুলো পড়ে থাকার কারণে দিন দিন উধাও হয়ে যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মহির উদ্দীন জানান, আমি সরজমিনে গিয়ে রাস্তাটি দেখি নাই রাস্তার ইট তুলেছে কি তোলে নাই। তবে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের কয়েকজন ইউপি সদস্য আমাকে ফোন করে বিষয়টি জানিয়েছেন। 

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাথে কথা হলে তিনি জানান, রাস্তার ইট তোলা ব্যাপারে আমাকে কেউ লিখিত অভিযোগ দেয়। তিনি আরোও জানান, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের সাথে কথা বলে বিষয়টি জানাবো। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত