ধামাচাপা দিতে গিয়ে গ্রেফতার যুবলীগ নেতা

আদমদীঘিতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৪ জুন ২০২২, ২০:০০ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ০৫:১৩

বগুড়ার আদমদীঘিতে এক প্রবাসীর স্ত্রীকে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টা ও ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্ঠা ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ওই প্রবাসীর স্ত্রী শান্তনা বেগম (২৫) বাদী হয়ে লম্পট সোহাগ সহ ৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। এদিকে ওই ঘটনা ধামাচাপা দেওয়ার মূল নায়ক যুবলীগ নেতা মামলার ২নং আসামী মতিউর রহমানকে বৃহস্প্রতিবার রাতেই গ্রেফতার করে থানা পুলিশ। ধর্ষনের চেষ্টার ঘটনার মুল আসামী লম্পট সোহাগ সহ দুই আসামীকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি। 

মামলা সূত্রে জানা যায়, গত ২২ জুন দিবাগত রাতে উপজেলা সদরের পাইকপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে লম্পট সোহাগ রাত অনুমান ১১ টার সময় একই গ্রামের প্রবাসী মাহাবুবের স্ত্রী শান্তনা বেগমের ঘরে ঢুকে তাকে ধর্ষনের চেষ্টা চালায়। শান্তনা বেগমের চিৎকারে বাড়ির লোকজন এসে লম্পট সোহাগকে হাতে নাতে আটক করে। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে লম্পট সোহাগের ঘনিষ্ঠজন প্রতিবেশী সখিন আলীর ছেলে যুবলীগ নেতা মতিউর রহমান ও তার ভাই নাঈন ঘটনাস্থলে এসে সোহাগকে জোরপূর্বক ছাড়িয়ে নিয়ে যায়। এঘটনায় প্রবাসীর স্ত্রী নিজেই বাদী হয়ে গত ২৩ জুন বৃহস্পতিবার রাতে থানায় ধর্ষণের চেষ্টা মামলা দায়ের করলে মামলার তদন্তকারী অফিসার এসআই হযরত আলী সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ধামাচাপা দেওয়ার মূল নায়ক যুবলীগ নেতা মতিউর রহমান গ্রেফতার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা মামলা দায়েরের কথা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অপর দুই আসামী পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি তবে গ্রেফতারের তৎপরতা চালানো হচ্ছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত