আদমদীঘিতে প্রচন্ড শীত ও করোনার ঝুকি নিয়ে পত্রিকা বিলি করছে হকাররা !

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৩ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ১৯:৩৭

পশ্চিম বগুড়ার আদমদীঘি উপজেলার পত্রিকা বিক্রেতারা প্রচন্ড শীত ও করোনার ঝুকি নিয়ে পত্রিকা বিলি করছে । সংবাদকর্মীরা খবর সংগ্রহ করছে জীবনের ঝুঁকি নিয়ে। অনান্য সময়ের তুলনায় পেপারের ব্যবসা মন্দা হওয়াতে কষ্টে আছে এ পেশার সংবাদকর্মী ও পত্রিকা বিক্রেতারা। তাদের জন্য নেই সরকারি কোন সহায়তা বা প্রণোদনা।

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার পত্রিকার সংবাদকর্মী, এজেন্ট ও হকার মিলে এ পেশায় আছেন প্রায় এক শতাধিক।   অনেকের এটিই একমাত্র আয়। মাঘ মাসের প্রচন্ড শীত ও করোনা ভীতিকে উপেক্ষা করে এ পেশার হকার ও এজেন্টরা কাক ডাকা ভোর বেলায় বের হয়ে পড়েন গ্রাহকদের দ্বারে দ্বারে পত্রিকা বিলি করার জন্য। সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করছে হাসপাতাল সহ নানা ঝুঁিকপূর্ণ স্থানে। 

অতীতের মত এ পেশায় কাজ করা ঝুকিপূর্ণ হয়ে পড়েছে বলে জানালেন পত্রিকা এজেন্ড ও বিক্রেতা জুয়েল। করোনাকালে এবং এ পেশার আয় কমে যাওয়াতে পেশা বদল করেছে বলে জানা গেছে। পত্রিকা বিক্রেতা জাহাঙ্গীর হোসেন সংসারের আয় বৃদ্ধি করার জন্য এ পেশা ছেড়ে বর্তমানে মশারী বিক্রি করছে বলে জানান। ইতিমধ্যে আফজাল নামের এক প্রবীন হকার মৃত্যুবরন করেছেন অভাবের তাড়না মাথায় নিয়ে। পত্রিকা বিক্রেতা হকার মোকলেছার রহমান বলেন, কাক ডাকা ভোরে প্রচন্ড শীতকে সঙ্গী করে সাইকেল চালিয়ে পত্রিকা বিলি করতে হয়। আগের মত তেমন পত্রিকা বিক্রি এবং  আয়ও নেই। সংসার চালানেই দায় এখন। এরপরও  করোনা ঝুঁকি নিয়ে মানুষের দ্বারে দ্বারে পত্রিকা বিক্রি করছি। 

এমনিতেই পত্রিকার সংবাদকর্মী ও বিক্রেতারা সংকটের মধ্যে আছে। এ মুহুর্তে সবার জন্য সরকারি সহায়তা বা প্রনোদনা দেওয়া দরকার বলে মনে করছেন সচেতন মহল। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত