আদমদীঘিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  আদমদীগি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ১৭:৩১ |  আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ১৭:১৪

বগুড়ার আদমদীঘিতে পুুকুরের পানিতে ডুবে আতিকুল হোসেন নামের দুই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার দমদমা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিশু আতিকুল হোসেন দমদমা গ্রামের রতন হোসেনের ছেলে।

জানা যায়, সোমবার সকালে খেলার জন্য বাড়ির লোকজনের অগোচরে বাহিরে বেড়িয়ে আসে শিশু আতিকুল হোসেন। এর কিছুক্ষণ পর বাড়ির পাশের একটি পুকুরে মৃত অবস্থায় শিশুটিকে স্থানীয়রা দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে লাশটি উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, আইনের প্রক্রিয়া শেষে ওই শিশুটিকে দাফনের অনুমোদন দেওয়া হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত