আদমদীঘিতে পকেটমার চক্রের সদস্য গ্রেপ্তার
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ১৮:২৭ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১০:০৯
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে আমিনুল ইসলাম (২৫) নামে এক পকেটমার চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার সান্তাহার স্টেশন এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিরামপুর পশ্চিম কলোনি গ্রামের মোন্নাফ হোসেনর ছেলে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় মামলা হয়েছে।
রেলওয়ে থানার ওসি সাকিউল আযম জানান, রাজশাহী গামী বাংলাবান্ধা এ·প্রেস ট্রেনে আমিনুল ও তার সহপাঠীরা পকেটমারের উদ্দেশ্যে ট্রেনের 'ঞ' বগিতে অবস্থান করছিল। এ সময় ওই বগির যাত্রী রঞ্জিত চন্দ্র মালাকার নামের ব্যক্তির ব্যাগ চুরি করে পালিয়ে যায় আমিনুলের সহপাঠীরা। পরে রঞ্জিত চন্দ্র মালাকার পকেট থেকে টাকা চুরির সময় আমিনুলকে হাতেনাতে ধরে ট্রেনের দায়িত্বরত পুলিশ সান্তাহার রেলওয়ে থানায় নিয়ে আসেন। এখানে আসার পর আমিনুল ইসলামকে জিজ্ঞাবাদে জানাতে পারেন ব্যাগ চোরেরাও পকেটমার চক্রের সদস্য। তিনি আরও জানান, ভুক্তভোগী রঞ্জিত চন্দ্র মালাকার রেলওয়ে থানায় উপস্থিত হয়ে আমিনুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত