আদমদীঘিতে নৌকার শোভাযাত্রায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশ: ২ জানুয়ারি ২০২২, ১৮:৪১ | আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:১৭
বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল যোগে নৌকা মার্কার নির্বাচনী শোভাযাত্রা করার সময় মিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিতীশ চন্দ্র মাঝি (৪২) নামের এক নৌকার কর্মি নিহত হয়েছেন। তিনি উপজেলার চাঁপাপুর ইউপির কামারপুকুর গ্রামের যতিষ্টি মাঝির ছেলে। রোববার বেলা দেড়টার দিকে উপজেলার চাঁপাপুর-বিহিগ্রাম সড়কের ঝাকইর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করে ভাংচুর করলেও চালক পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সামছুল হকের সমর্থনে প্রায় দু‘শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা বের করা হয়। রোববার দুপুরে শোভাযাত্রাটি চাঁপাপুর বাজার থেকে বিহিগ্রাম হাটখোলা অভিমুখে যাওয়ার সময় ঝাকইর তিনমাথা মোড় নামক স্থান বিপরীত দিক থেকে আসা মাহিন ফুড প্রোডাক্টের একটি মিনিট্রাক নিতীশ চন্দ্রের মোটরসাইকেলকে ধাক্কা দেয় । এ সময় মটরসাইকেল থেকে পড়ে গিয়ে নিতীশ চন্দ্র চাকার নিছে পিষ্ট হয় এবং ঘটনাস্থলেই মারা যান। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মিনি ট্রাকটি আটক করেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত