আদমদীঘিতে দুই যুবক ছুরিকাহত
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ১৮:১৪ | আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০২:০৬
আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের কড়ই বাজারে চার বন্ধুর মধ্যে কথা কাটাকাটির জেরে অজ্ঞাত নামা দুই যুবক ছুরিকাহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। জানা গেছে, সোমবার দুপুরে অজ্ঞাতনামা চার বন্ধু কড়ই বাজারের পাশে এক সাথে বসে ছিল। এক সময় হঠাৎ করে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুইজনকে ছুরিকাঘাত করা হয়।
স্থানীয় লোকজন জানান ঘটনার পর, অজ্ঞাতনামা দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর একজন আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এবিষয়ে আদমদিঘী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত এবং অপরাধীদের পরিচয় সন্ধানে জোর তৎপরতা চালানো হচ্ছে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত