আদমদীঘিতে দরিদ্রদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
প্রকাশ: ২৪ জুন ২০২১, ১৬:৫১ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪০
ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের অধীনে বগুড়ার আদমদীঘিতে ১০টি দরিদ্র পরিবারকে গৃহ নির্মাণের জন্য ২৩ বান্ডিল ঢেউটিন ও গৃহ নির্মাণ বাবদ বান্ডিল প্রতি ৩ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে দরিদ্র ও অসহায় পরিবারদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু ও উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন অফিসার আমির হোসেন, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, সাংবাদিক খায়রুল ইসলাম, মিহির কুমার সরকার, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত