আদমদীঘিতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
প্রকাশ: ৬ জুন ২০২২, ২১:১৯ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৮:০৮
‘কৃষিকাজে প্রযুক্তি,আদমদীঘির সমৃদ্ধি’এই শ্লোগানকে সামনে রেখে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আদমদীঘি উপজেলা কৃষি সম্প্রসারন দপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। এ লক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল,কৃষি সম্প্রসারণ অফিসার দীপ্তি রানী,থানার অফিসার ইনর্চাজ জালাল উদ্দীন,উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান,নাজিমুল হুদা খন্দকার,আ’লীগ নেতা রফিকুল ইসলাম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধাগন,সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধিগন,কৃষক-কৃষাণী,নার্সারী মালিক গন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। মেলায় কৃষি স্ক্রংান্ত ১৪ টি স্টল স্থাপন করা হয়। প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা বিকেল পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত