আদমদীঘিতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে অজ্ঞাত নারীর আত্মহত্যা

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ১৯:০০ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ১২:৪২

বগুড়ার আদমদীঘিতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে অজ্ঞাত এক নারী (৪০) আত্মহত্যা করেছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১২ টায় উপজেলার সান্তাহার স্টেশন এলাকায় রেলওয়ে থানার সামনে এ ঘটনাটি ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। 

রেলওয়ে থানা পুলিশ সুত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করছিলো অজ্ঞাত ওই নারী। বেলা সাড়ে ১২ টার দিকে তিনি রেলওয়ে থানার পাশে একটি গাছের নিচে বসে ছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা গামী রূপসা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন আসতেই তিনি ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। এতে করে ঘটনাস্থলে তিনি মারা যান। অজ্ঞাত ওই নারী সনাতন ধর্মের পড়নে ছিলো লাল রঙের উপর সবুজ পিন্ট করা শাড়ি ও খয়েরী রঙের ব্লাউজ এবং সবুজ রঙের পেটিকোট। 

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার উপ পরিদর্শক নরেশ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত