আদমদীঘিতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাছ ব্যবসায়ির মৃত্যু
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ১৮:০৩ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৬:২৯
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বাইপাস সড়কের বশিপুর মহল্লায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নুর ইসলাম(৩০) নামের এক মাছ ব্যবসায়ি মারা গেছেন। সোমবার সকাল সাত’টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নুর ইসলামের বাড়ি নওগাঁর বদলগাছি উপজেলার চকগুপি গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে সান্তাহারের মাছের আড়ৎ থেকে মাছ কিনে সাইকেল যোগে নুর ইসলাম বাড়ি ফিরছিলেন। এ সময় একটি ট্রাক্টর তাঁকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত