আদমদীঘিতে জুয়ারুর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশ: ২৪ জুলাই ২০২১, ১৭:৩৩ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ০৫:৫৬
বগুড়ার আদমদীঘি থানা পুলিশ উপজেলার প্রত্যন্ত পল্লীতে থেকে মিঠু শেখ (৩২) নামের এক জুয়ারুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহারহাট উত্তরপাড়ার হবিবর রহমানের ছেলে মিঠু শেখ (৩২) প্রায় ৯ বছর পূর্বে আদমদীঘি উপজেলার চাঁপাপুর দক্ষিনপাড়ার কসের আলীর কন্যা আদরী খাতুনকে বিয়ে করে চাঁপাপুর এলাকায় বসবাস করে আসছিল। মিঠু শেখ বিভিন্ন স্থানে টাকা দিয়ে জুয়া খেলত। জুয়া খেলার এক পর্যায়ে সে বিভিন্ন জনের নিকট ধারদেনা করলে তার ব্যবহৃত মোটরসাইকেল জনৈক এক ব্যক্তির নিকট টাকার বিনিময়ে বন্ধক রাখে। ওই মোটর সাইকেলটি ছাড়ানোর জন্য টাকার প্রয়োজন হওয়ায় বিভিন্ন স্থান থেকে টাকা জোগার করতে না পেরে গত ২০ জুলাই রাতে নিজ শয়ন কক্ষে কাঠের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। থানা পুলিশকে খবর দিলে গত ২১ জুলাই বুধবার ঈদের দিন সকালে মিঠুর ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন।
এব্যাপারে মৃত মিঠুর মা ফরিদা খাতুন থানায় একটি ইউডি মামলা দায়ের করেন। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত