আদমদীঘিতে জুট মিলের পানিতে কবরে ভাসছে মুক্তিযোদ্ধার লাশ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ২০:২০ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ২২:৪৮

বগুড়ার সান্তাহার পৌর শহরের কোঁচকুড়িপাড়া মহল্লায় একটি জুট মিলের ড্রেনের পানির তোপে ধ্বসে গেছে এক বীর মুক্তিযোদ্ধার কবর। কবরে প্রবেশ করা পানিতে ভাসছে লাশ। বুধবার সকালে ঘটনাটি জানার পর বিক্ষুব্ধ হয়ে উঠে ওই বীর মুক্তিযোদ্ধার স্বজনসহ মহল্লাবাসী। ঘটনার প্রতিবাদে মহল্লাবাসী আজমেরী গোল্ডেন ফাইবার নামক প্রতিষ্ঠানের প্রবেশ বন্ধ করে বিক্ষোভ করতে থাকে। পরে মিল মালিকের ডাকে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। জানা গেছে, সান্তাহার শহরের বড় ব্যবসা প্রতিষ্ঠান আজমেরী গ্রুপ সান্তাহার খাদ্য শস্য সাইলো সড়কের কোঁচকুড়িপাড়া মহল্লায় ওই নামে জুট মিল স্থাপন করেছে। বিশাল এই মিলের ভিতরের ও বাহিরে বৃষ্টির চালগড়ানী পানি নিস্কাশনের জন্য পাইপ ড্রেন ও মটকা ড্রেন দিয়েছে মিলের পশ্চিম পাশে অবস্থিত ওই মহল্লার পারিবারীক কবরস্থানের দিকে। 

এবিষয় নিয়ে নির্মানের সময় মহল্লাবাসী বাধা দিলেও মিল কর্তৃপক্ষ কোন ভ্রুক্ষেপ করেনি বলে জানিয়েছেন সদ্য মৃত মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ছোট ভাই খলিলুর রহমানসহ মহল্লাবাসী। তারা জানান, মঙ্গলবার ওই মহল্লার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মৃত্যুবরণ করেন। তাঁকে ওই কবরস্থানে দাফন করা হয়। এদিকে বুধবার রাত সাড়ে তিনটার দিকে মাঝারী ঝড়-বৃষ্টি হয়। কবরস্থান ঘেঁষে থাকা ওই জুট মিলের চালগড়ানী সেই বৃষ্টির পানি এসে আঘাত করে সদ্য দেওয়া কবরে। ফলে কবরের মাটি সরে গিয়ে পানি প্রবেশ করে। ফলে লাশ ভেসে উঠে। বুধবার সকালে মৃত বীর মুক্তিযোদ্ধার স্বজনসহ এলাকাবাসী ঘটনাটি দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠে এবং ওই মিলে প্রবেশ পথ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করতে থাকে। 

এদিকে প্রভাবশালী প্রতিষ্ঠান আজমেরী গ্রুপ বিষয়টি অন্য দিকে মোড় ঘোড়ানোর অপচেষ্টায় আদমদীঘি থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল করে সুষ্ট প্রতিকারের প্রতিশ্রুতি দিয়ে বিক্ষুব্ধ মহল্লাবাসীকে শান্ত করেন। এবিষয়ে ৬ ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামীলীগ নেতা হুমায়ন কবির বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সান্তাহার পুলিশ ফাঁড়িতে উভয় বৈঠকের মাধ্যমে সৃষ্ট সমস্যার সমাধান করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত