আদমদীঘিতে জাতীয় সমবায় দিবস পালিত

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৫ নভেম্বর ২০২২, ১৮:২৪ |  আপডেট  : ২৮ জানুয়ারি ২০২৫, ১৯:৫০

‘বঙ্গবন্ধুর দর্শন ,সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে দিবসের শুরুতেই উপজেলা ক্যাম্পাসে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন,বর্নাঢ্য র‌্যালী শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা,অন্যান্যদের বক্তব্য রাখেন সমবায় অফিসার আব্দুস সালাম,উপজেলা কেন্দ্রীয় কৃষক সমবায় সমিতির সভাপতি মিজানুর রহমান বাবু,মৎস্য উৎপাদকারী সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম,পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার,মুক্তিযোদ্ধা আবির উদ্দীন খান প্রমুখ। পরে অতিথিবৃন্দ ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় উপজেলার ১০ টি শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত