আদমদীঘিতে জমি নিয়ে বিরোধ সাংবাদিকসহ আহত-২
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১৮:৪২ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৩
বগুড়ার আদমদীঘিতে জমিজমা নিয়ে বিরোধের জেরধরে মারপিটে সাংবাদিক মিহির সরকার ও অপরপক্ষের বিভাষ চন্দ্র সরকার নামের দুইজন আহত হয়েছে। আহতদের মধ্যে সাংবাদিক মিহির সরকারকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে আদমদীঘি সদরের মাঝিপাড়ায় এ মারপিটের ঘটনা ঘটে। আহত মিহির সরকার উপজেলার মাঝিপাড়ার মনমত সরকার ছেলে এবং বিভাষ চন্দ্র একই গ্রামের মৃত নিবারন চন্দ্র সরকারের ছেলে।
জানা যায়, আদমদীঘি উপজেলার মাঝিপাড়া গ্রামের সাংবাদিক মিহির সরকার ও বিভাষ সরকারদের মধ্যে পারিবারিক জমিজমা নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে ওই জমিতে ধান কাটা নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বিভাষ ও তার লোকজন মিহির সরকারকে লাঠি দ্বারা বেধরক মারপিট করে এবং এক পর্যায়ে হাতুরি দিয়ে মাথায় আঘাত করে। এতে মিহির সরকার রক্তাক্ত জখম হয়। মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতালে এবং তার অবস্থা বেগতিক হওয়ায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অপর পক্ষের আহত বিভাষ চন্দ্র সরকারকে আদমদীঘি হাসপাতারে ভর্তি করা হয়। এ রির্পোট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত