আদমদীঘিতে ছাগল চোর সন্দেহে চার যুবককে গণপিটুনির পর পুলিশে সোপর্দ
প্রকাশ: ৮ জুন ২০২২, ১৯:৫৩ | আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৮:২৫
বগুড়ার আদমদীঘিতে ছাগল চোর সন্দেহে চার যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। আটককৃতরা হলো উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনীর খোকার ছেলে অনিক (২৯), একই এলাকার আব্দুল মোমিনের ছেলে জাবেদ আলী (২৫), হামিদুলের ছেলে নাহিদ হোসেন (২৪) ও আবুল কালামের ছেলে আসিফ (২৬)। গতকাল বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। তবে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শিবপুর গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শিবপুর গ্রামের আব্দুল আলিমের ছাগল ঘাস খাচ্ছিল এ সময় আটককৃত চার যুবক ওই ছাগলকে লক্ষ্য করছিল এবং চারপাশে ঘোরাফেরা করছিল। তাদের আচরন সন্দেহজনক হওয়ায় স্থানীয় জনতা তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, ছাগল মালিক থানায় কোনো অভিযোগ করেন নি। যেহেতেু আটককৃতদের চোর সন্দেহে জনতা মারপিট করে পুলিশের হাতে তুলে দিয়েছেন সেহেতু অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত