আদমদীঘিতে চোরাই মদ সহ গ্রেফতার-৩
প্রকাশ: ৫ জুলাই ২০২১, ১৪:১৮ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৪:১৯
বগুড়ার আদমদীঘিতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এক বিশেষ অভিযানে ৫৬ লিটার চোরাই মদ সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় রোববার রাতে থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।
জানা যায়, বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার সান্তাহার মালগুদাম রোডে এক বিশেষ অভিযান চালিয়ে ৫৬ লিটার চোরাই মদ সহ মাদক ব্যবসায়ী উপজেলার সান্তাহার ডালপট্টি এলাকার মৃত মোহাম্মাদ আলীর ছেলে আফছার আলী (৫৫) একই এলাকার নতুন হাটখোলার মাধব চন্দ্রের ছেলে আনন্দ কুমার (৩৬) ও পোঁওতার গ্রামের মুনছুর আলী ছেলে মেহেদুল হাসান বাপ্পা (৩৫) কে গ্রেফতার করে।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই ইয়াছিন আরাফাত বাদী হয়ে রোববার রাতে থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও চোরাই মদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত