আদমদীঘিতে গৃহবধু নির্যাতনের ঘটনার জের ধরে মিজান হাসপাতালে
প্রকাশ: ৩০ জুন ২০২১, ২১:৩৭ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৪
আদমদীঘিতে গৃহবধু নির্যাতনের ঘটনার জের ধরে বুধবার মিজানুর রহমান (৩৫) নামের এক যুবককে রক্তাক্ত যখম করা হয়েছে। বর্তমানে মিজানুর আদমদীঘি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, প্রায় ৩ বছর আগে আদমদীঘি উপজেলার বড়আখিরা গ্রামের মৃত হবিবরের মেয়ে হাসনা বানু (২২) কে একই উপজেলার পাহালোয়ানপাড়া গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে বেলাল (৩০) বিয়ে করে। বিয়ের কিছুদিন পর থেকেই বেলাল হাসনাকে নির্যাতনের এক পর্যায়ে পিটিয়ে বামহাত ভেঙে দেয়।
এ বিষয়ে মেয়ে পক্ষ থানায় অভিযোগ করলে স্থানীয় চেয়ারম্যান বিষয়টি সমাধানের জন্য এগিয়ে আসেন। চেয়ারম্যান উভয় পক্ষকে মিমাংসার জন্য বুধবার ৩০ জুন ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদে আহব্বান জানান। উভয় পক্ষ ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদে পৌঁছালে দুপুর ১২টার দিকে বেলাল হোসেনের লোকজন হাসনার ভাই মিজানুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত