আদমদীঘিতে গৃহবধুর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ১৯:৪৩ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ০৯:৪৯

বগুড়ার আদমদীঘিতে আলেমা খাতুন (২০) নামের এক গৃহবধুর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে শহর পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরন করেছে। নিহত গৃহবধু সান্তাহার পৌর শহরের হবির মোড় এলাকার হাসান আলীর স্ত্রী বলে জানা গেছে। 

জানা যায়, উপজেলার সান্তাহার হবির মোড় এলাকার অটো চার্জার চালক হাসান আলীর সাথে ১ বছর আগে বিয়ে হয় আলেমা খাতুনের। সংসার জীবনে তাদের একটি সন্তান রয়েছে। প্রতিদিনের ন্যায় গত সোমবার রাতে খাবার খেয়ে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়ে। রাতে কোন এক সময় পার্শে ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে মঙ্গলবার সকাল বেলা গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই গৃহবধু মরদেহ উদ্ধার করি এবং ময়না তদন্তের জন্য মরদেহটি বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে প্রেরন করা হয়। তবে ময়না তদন্তের রির্পোট পাওয়া গেলে মৃত্যুও সঠিক কারন জানা যাবে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত