আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার 

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৫ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২৮

বগুড়ার আদমদীঘিতে ২১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের শিয়ালশন গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে রফিকুল ইসলাম (৬০) ও একই ইউনিয়নের তালশন কালীবাড়ি রহিদুল ইসলামের ছেলে তারেক হোসেন (১৯)। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান জানান, গত রবিবার সন্ধ্যায় পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় সদর ইউনিয়নের বাজার এলাকা থেকে একজন ও ভূমি অফিসের সামনে থেকে আরেক একজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের তল্লাশি করে রফিকুল ইসলামের কাছে থেকে ১১০ গ্রাম ও তারেক হোসেনের থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত