আদমদীঘিতে কার্লভাট দেবে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ
প্রকাশ: ২৬ জুন ২০২২, ২০:৪৬ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ২০:৪৬
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের ব্যস্ততম একটি সড়কের এক কার্লভাটের স্লাব দেবে গেছে। সেই সাথে ভেঙ্গে পড়েছে কার্লভাটের এক পাশের দেওয়াল (গার্ডার)। ফলে যানবাহন চলাচল প্রায়বন্ধ হয়ে গেছে। পাশের নওগাঁ জেলা শহরে সাথে যাতায়াতের একমাত্র সড়কের এই ঘটনার তিন দিনেও বগুড়া সড়ক ও জনপথ টনক নড়েনি। বর্তমানে শুধু অটোরিক্সা ও মোটরসাইকেল গুলো চলছে বেশ ঝুঁকি নিয়ে। বড় ও মাঝারী পণ্যবাহী এবং ঢাকাগামী বাসগুলো শহরের বিভিন্ন ছোট সড়ক ব্যবহার করছে। এতে করে এই সড়কগুলো ঝুঁকিপুর্ণ হবার পাশাপাশি অসহনীয় যানজটের সৃষ্টি করছে। শহরবাসী কার্লভাটটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন।
জানা গেছে, উপজেলার সান্তাহার শহরের পশ্চিম ঢাকা রোড নামক স্থানের কার্লভাটটি স্লাব শুক্রবার সকালে দেবে যায় এবং এক পাশের দেওয়াল ভেঙ্গে পড়ে। এর পর থেকে কার্লভাট দিয়ে সব ধরনের ভাড়ী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। বাস ও ট্রাকসহ ভারী যানবাহন ও পণ্যবাহী চালকরা বলেন, কার্লভাট দেবে যাওয়া ও দেওয়াল ভেঙ্গে পড়ার কারণে দীর্ঘ পথ ঘুরে বিকল্প পথ দিয়ে আমাদের যেতে হচ্ছে যা সময় সাপেক্ষ এবং বিপদজনক। সান্তাহার-নওগাঁ সড়কে চলাচলকারী অটোরিক্সা চালকরা বলেন, আমরা পেটের তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে এই কালর্ভাটের ওপর দিয়ে চলাচল করছি। যে কোন সময়ে কালর্ভাটটি ভেঙে গিয়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। এবিষয়ে বগুড়া সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারি প্রকৌশলী রাফিউল ইসলাম মোবাইল ফোনে বলেন, কার্লভাটের বিষয়টি তিনি অবগত হয়েছি। দ্রুত সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত