আদমদীঘিতে কাঁচা ধান কেটে অবৈধ ভাবে চলছে তিন ফসলি জমি ভরাট 

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৮ অক্টোবর ২০২৪, ১৮:০৪ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০২:৪২

উপজেলার সান্তাহার পৌরসভা এলাকায় আন্তঃজেলা সড়ক পাশের মাঠের জমির উঠতিপ্রায় রোপা আমন এর কাঁচা ধান কেটে অবৈধ ভাবে তিন ফসলি জমি ভরাট করা হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগে জানা গেছে। ভরাট কাজে ব্যবহার করা মাটিও আনা হচ্ছে অবৈধ ভাবে খনন করে। বিষয়টি প্রউপজেলা প্রশাসন এবং পুলিশকে অবহিত করা হলেও থামছে না মাটি খনন ও ফসলি জমি ভরাট কাজ। তারা পালন করছেন রহস্যজনক নীরবতা। জানা গেছে, উপজেলার সান্তাহার পৌরসভার পার্বতীপুর মৌজায় হেমতখালী নামক স্থানে, সান্তাহার-জয়পুরহাট আন্তঃজেলা সড়কের পাশে অবাধে চলছে এই অবৈধ কার্যক্রম। নামপ্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীরা জানান, আদমদীঘি পাশের তিলকপুর এলাকার পল্লব হোসেন নামের এক ধনাঢ্য ব্যক্তি উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়াই এক সপ্তাহ পুর্বের মঙ্গলবার উঠতিপ্রায় রোপা আমনের কাঁচা ধান কেটে মাটি ভরাট শুরু করে। বিষয়টি জানার পর গণমাধ্যমের স্থানীয় কর্মিরা উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজকে এবং মোবাইল ফোনে এবং হোয়ার্টসআ্যাপে জানান। এর পর পাঁচ দিন জমি ভরাট কাজ বন্ধ ছিল। কিন্তু সোমবার থেকে ফের ১০/১২টি অবৈধ বাহন ট্রাক্টরে করে জমি ভরাট ও মাটি খনন কাজ শুরু করেছে। এই অবৈধ কার্যক্রম বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে কি না সে বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এবং পুলিশের নিকট জানতে সোমবার ও মঙ্গলবার গণমাধ্যম কর্মিরা মোবাইল ফোনে যোগাযোগ করে। কিন্তু কোন সদুত্তর মেলেনি।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত