আদমদীঘিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ১৯:২৬ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২০:৪১
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি পালন কল্পে রবিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী,প্রকল্প বাস্তবায়ন অফিসার আমির হোসেন,বিআরবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মুন্টু,উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার,মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,আবির উদ্দীন প্রমূখ। এছাড়া আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিত্বে মাল্যদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত