আদমদীঘিতে এবার ৬৫টি মন্ডপে দুর্গা পুজা অনুষ্ঠিত হবে

  হেদায়েতুল ইসলাম (উজ্জল)

প্রকাশ: ৮ অক্টোবর ২০২৩, ১৮:০৬ |  আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ১৬:১৭

বগুড়ার আদমদীঘি উপজেলায় এবার ৬৫টি মন্ডবে হিন্দুধর্মলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হবে। ইতি মধ্যে মন্ডব গুলোতে পুরোদমে প্রতিমা তৈরীর কাজ চলছে। পুজাকে সামনে রেখে মন্ডপ পরিচালনা কমিটি গুলো পুজোর সকল কর্মকান্ড এগিয়ে নিতে কাজ শুরু করেছে। আয়োজক কমিটি গুলো মন্ডব পরিস্কার পরিচ্ছন্ন সহ সাজসজ্জার জন্য প্রস্তুতি নিচ্ছে। 

ইতিমধ্যে উপজেলার সকল মন্ডব পরিচালনা কমিটির সাথে উপজেলা পুজা উদযাপন পরিষদের নের্তৃবৃন্দ দিকনির্দেশনাসহ নানা বিষয়ে পরামর্শ দিয়ে আসছে। এবার উপজেলার ৬টি ইউনিয়ন ১টি পৌরসভায় মোট ৬৫টি মন্ডবে শারদীয় দুর্গা পুজা হবে। এরমধ্যে আদমদীঘি সদর ইউনিয়নে ১০টি,সান্তাহার পৌরসভায় ১১টি,সান্তাহার ইউনিয়নে ৪টি,ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ৮টি,নশরতপুর ইউনিয়নে ৭টি,কন্দগ্রাম ইউনিয়নে ১৩টি ও চাঁপাপুর ইউনিয়নে ১২টি পুজা মন্ডবে শারদীয় দুর্গা পুজা উদযাপন হবে।

আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা ও সাধারন সম্পাদক মিহির কুমার সরকার জানায়,আগামী ২০ অক্টোরব মহাষষ্টীর মধ্য দিয়ে শারদীয় দুর্গা পুজা শুরু হবে। ইতিমধ্যে সকল মন্ডবে প্রতিমা তৈরীর কাজ পুরোদমে চলছে। পুজা যেন নির্বিঘ্নে সম্পন্ন হয় সে জন্য সকল মন্ডব গুলোর সম্প্রতি কমিটি গঠন করা হচ্ছে। সরকারি নির্দ্দেশনার পাশাপাশি বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে মন্ডব গুলোতে সিসি ক্যামেরা লাগানো,নিরাপত্তা তদারকির জন্য সেচ্ছাসেবক গঠন,সন্দেহভাজন দর্শনাথীদের দেহ তল্লাশীর ব্যবস্থা,নামাজের সময় উচ্চ শব্দে মাইক বাজানো,ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সাত্বিকভাবে মায়ের অর্চনা করার ব্যবস্থাসহ ২৫ দফা নির্দ্দেশনা সকল মন্ডব কমিটিকে যথাযথা পালনের বিষয়ে দিকনির্দ্দেশনা দেয়া হয়েছে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত