আদমদীঘিতে এক কেজি গাঁজা সহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার 

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১২ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:২২

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পুলিশ এক অভিযান চালিয়ে এক নারী মাদক বিক্রেতা সহ দুই জনকে  গ্রেপ্তার করেছে। গত বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে সান্তাহার মালগুদাম মসজিদের উত্তর পাশ থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন সান্তাহার রানিং রুম পোষ্ট অফিস পাড়ার মৃত রফিকুল ইসলামের স্ত্রী রুনা বেগম এবং মালসন গ্রামের মংলা সরদারের ছেলে চাঁন সরদার। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
 
পুলিশ জানায়, গত বুধবার দিবারাত ১০ টায় সান্তাহার মালগুদাম মসজিদের উত্তর পাশে মাদক বেচাকেনা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে এস আই তারেক হোসেন ফোর্স সহ উল্লেখিত স্থানে অভিযান চালান। সেখানে গাঁজা বিক্রি কালে ওই দুইজনকে আটক করা হয়। এ সময়  রুনা বেগমের হেফাজত থেকে ৯০০ গ্রাম ও  চাঁন সরদারের হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ মামলার তদন্তকারি এসআই প্রদীপ কুমার জানান, গ্রেফতারকৃত নারী সহ দুই মাদক কারবারিকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত