আদমদীঘিতে একই রাতে ৩টি ট্রান্সফরমার ও একটি মিটার চুরি
প্রকাশ: ১১ জুন ২০২২, ১৫:৫৩ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:২২
গত শুক্রবার দিবাগত রাতে বগুড়ার আদমদীঘিতে ৩টি ট্রান্সফরমার ও একটি মিটার চুরির ঘটনা ঘটেছে। সান্তাহার নেসকো লিঃ এর আওতায় এসব ট্রান্সফরমার গুলো চলতো। এ ঘটনায় আদমদীঘি থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে সান্তাহার নেসকো লিঃ এর আওতাধীন উপজেলার সাইলো রোডের আতোয়ারের চাতাল সংলগ্ন এলাকা থেকে ১০০ কেভিএ একটি ট্রান্সফরমার, পূর্ব ঢাকা রোড শাহিন এন্ড ব্রাদার্স চাউল কল এলাকার থেকে ১০০ কেভিএ একটি ট্রান্সফরমার, বগুড়া-নওগাঁ মহাসড়ক শিবপুর এলাকার রাস্তার ধারে পোল থেকে একটি ১০০ কেভিএ ট্রান্সফরমার এবং উপজেলার সাগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে ব্যবহৃত একটি বৈদ্যুতিক মিটার চোরেরা চুরি করে নিয়ে যায়। এদিকে একই রাতে ট্রান্সফরমার চুরির ঘটনায় ওইসব চাতাল ও মিলের উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। এছাড়া সাগরপুর প্রাথমিক বিদ্যালয়ের বৈদ্যুতিক মিটার চুরি হওয়ায় বিদ্যালয়ে আসা কোমলমতি শিক্ষার্থীরা ভাবসা গরমে চরম দূর্ভোগের স্বীকার হয়ে পড়েছে।
এব্যাপারে চাতাল মিল মালিকারা জানান, হঠাৎ করে ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় তাদের মিলের সকল প্রকার কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। এতে তাদের ব্যবসায়িক ভাবে চরম ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।
এব্যাপারে সান্তাহার নেসকো লিঃ এর নির্বাহী প্রকৌশলী রোকনুজ্জামান জানান, একই রাতে ৩টি ট্রান্সফরমার চুরির বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত