আদমদীঘিতে ঋণের ভারে অটো ভ্যান চালকের আত্মহত্যা
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ১৮:১৯ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৫:২৫
বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন এনজিও সংস্থার ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে নীলরতন (৪৫) নামের এক অটো ভ্যান চালক বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৯ টায় তার বাডী আদমদীঘি উপজেলার কাঞ্চনপুর গ্রামে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করলে স্থানীয়রা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বেলা ১২টায় তিনি মারা যান। নীলরতন আদমদীঘি উপজেলা চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর উত্তরপাড়ার সুরেশ মালির ছেলে।
জানা যায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের দরিদ্র নীলরতন অটো ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তিনি সংসারের সচ্ছলতা ফেরাতে বিভিন্ন এনজিও সংস্থা থেকে অনেক টাকা ঋণ গ্রহন করেন। বর্তমানে সেই ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হলে গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় নিজ বাডীতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হন। স্বজনরা অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ১২টায় তিনি মারা যান। চাঁপাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন ইটলু বিষয়টি নিশ্চিত করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত