আদমদীঘিতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

  আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ১৯:৩৩ |  আপডেট  : ২৪ জানুয়ারি ২০২৫, ১৫:১২

পুলিশ মাদক বিরোধী এক অভিযান চালিয়ে ৬০পিচ ইয়াবা ট্যাবলেট সহ আরিপুজ্জামান টিটু(২৭)নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্প্রতিবার সন্ধ্যায় উপজেলা সদরের পশ্চিম বাজার ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আরিফুজ্জামান টিটু উপজেলা সদরের আয়ুব আলীর ছেলে। এঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। 

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প্রতিবার সন্ধ্যায় উপজেলা সদরের পশ্চিম বাজার ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে আরিফুজ্জামান টিটু নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে। এসময় পুলিশ তার দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৬০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম বলেন,এঘটনায় থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতাকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত