শেখ হাসিনার পতনের পর আত্মগোপনে সভাপতি
আদমদীঘিতে আড়াই মাস পর খোলা হলো ক্লাবের তালা
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ১৮:১৮ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৫:০৭
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বগুড়ার আদমদীঘির সান্তাহারে কাশিমিলা পল্লী উন্নয়ন সংসদের সভাপতি শামীম মল্লিক আত্মগোপনে যাওয়ায় প্রায় আড়াই মাস ধরে ক্লাবটি বন্ধ ছিলো। ফলে ঝিমিয়ে পড়া ক্লাবের কার্যক্রম গতিশীল করার লক্ষে গ্রামবাসী ক্লাবটি খোলার সীদ্ধান্ত নেয়। সে অনুযায়ী ক্লাবের সভপতি ও ইউপি সদস্য শামীমকে ক্লাব থেকে নোটিশ করাও হয়। কিন্তু তাঁর কোনো সাড়া না পাওয়ায় অবশেষে গত শুক্রবার বিকালে ক্লাবের সকল উপদেষ্টা, সদস্য ও গ্রামবাসী কøাবের তালা খুলে ফেলেন। এসময় উপস্থিত ছিলেন- ক্লাবের প্রধান উপদেষ্টা আলহাজ¦ আব্বাস উদ্দীন প্রমানিক, মোতাহার খা, মুকুল মল্লিক, তোফা মল্লিক, মুনছুর রহমান, মনতাজ, আকবর, আতোয়ার প্রাং, নজরুল, রহমান মুন্সী ও খোকা মুন্সী।
কাশিমিলা পল্লী উন্নয়ন সংসদের প্রধান উপদেষ্টা আলহাজ¦ আব্বাস উদ্দীন প্রমানিক বলেন, উল্লেখিত ১১জনকে নিয়ে ক্লাবের কার্যক্রম গতিশীল করার জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। এখন থেকে সকল জাতীয় দিবস এবং স্থানিয় অনুষ্ঠানের সকল প্রকার আয়োজন করবে এই কমিটি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত