আদমদীঘিতে আওয়ামী লীগের ৫ বিদ্রোহীকে অব্যাহতি

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১, ১৮:১০ |  আপডেট  : ২ জানুয়ারি ২০২৫, ১৪:৩০

আসন্ন ৫ জানুয়ারি/২২ইং, পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার আদমদীঘি উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে পাঁচটিতে নৌকার মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন পাঁচ জন আওয়ামী লীগ ও যুবলীগ নেতা। আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্র অনুয়ায়ী স্থানীয় নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে রিটানিং অফিসারের নিকট জমা দেওয়া, মনোনয়ন পত্র প্রত্যাহার না করায় তাদের দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

দল থেকে অব্যাহতি পাওয়া নেতারা হলেন, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান এস,এম,বেলাল হোসেন, সদস্য আব্দুস সালাম মাস্টার, সদস্য উজ্জল হোসেন, আদমদীঘি উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ফেরদৌস হোসেন ও সান্তাহার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম রবি। আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু ও সাধারন সম্পাদক শেখ কুদরত-ই-ইলাহী কাজল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত