আদমদীঘিতে অনুমতি ছাড়া সরকারি গাছ কাটার অভিযোগ

  হেদায়েতুল ইসলাম (উজ্জল)

প্রকাশ: ৬ মে ২০২৪, ১২:২৫ |  আপডেট  : ১৯ মে ২০২৪, ১১:১৮

বগুড়ার আদমদীঘিতে অনুমতি ছাড়া সরকারি একটি ইউক্যালিপটাস গাছ কাটার অভিযোগ উঠেছে আক্কাছ আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার সকাল ১০ টায় উপজেলা সদরের আদমদীঘি-আবাদপুকুর সড়কের পাঁল্লা রাস্তা মোড় নামক স্থানে। তবে আক্কাছ আলীর দাবি তিনি গাছ কাটার জন্য আদমদীঘি বন বিভাগ থেকে মৌখিকভাবে অনুমতি নিয়েছেন। বিষয়টি জানাজানি হলে গাছটি রেখে সেখান থেকে চলে গাছ কাটা লোকজন ও বাড়ী
মালিক আক্কাছ আলী।

জানা যায়, আদমদীঘি-আবাদপুকুর সড়কে দুই পাশে বন বিভাগের বিভিন্ন প্রজাতির সরকারি ভাবে গাছ লাগানো ছিলো। যার রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকেন স্থানীয় বন কর্ককর্তা ও উপজেলা নির্বাহী অফিসার। তিনি আদমদীঘি-আবাদপুকুর সড়কের পাশে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন। বাড়ির পাশে গাছটি থাকায় এমন সুযোগ কাজে লাগিয়েছেন তিনি। গত রবিবার সকালে ওই রাস্তা দিয়ে স্থানীয় পথচারীরা যাতায়াত করতে গিয়ে গাছ কাটার বিষয়টি তাদের নজরে আসে। এসময় স্থানীরা আক্কাছ আলীকে জিজ্ঞেসা করলে তিনি বলেন আদমদীঘি বন কর্মকর্তা তাকে কাটার অনুমতি দিয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মনে নানা প্রশ্ন দেখা দেয়। পরে সেখানে লোকজন জমা হতে শুরু করলে সড়কে গাছটি রেখে চলে যান আক্কাছ আলী ও গাছ কাটা লোকজন। এরপর আক্কাস আলীর তথ্য অনুসারে বন কর্মকর্তা মতিউর রহমান এর নাম্বারে একাধিক বার ফোন দিলে এক পর্যায়ে ফোন রিসিভ করে গণমাধ্যম কর্মীদের বলে এব্যাপারে পরে কথা বলছি বলে ফোন বন্ধ করে দেয়। পথচারী আলিম বাবু জানান, সকালে আদমদীঘি আসতে দেখি রাস্তার ধারে সরকারি গাছ এক ব্যক্তি কাটছে। তাকে জিজ্ঞাসা করলে বলে বন কর্মকর্তার অনুমতি দিয়েছে তাই গাছ কাটছি। 

আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ জানান, কোথায় গাছ কাটা হচ্ছে এ বিষয়ে আমার জানা নেয়। তাছাড়া গাছ কাটার বিষয়ে আমাদের থেকে কোন অনুমতি নেয় নি। এখন বিষয়টি কি সেটা খতিয়ে দেখতে হবে। যদি আইনগত ভাবে কোন অনুমতি গ্রহণ না করে তবে তার বিরুদ্ধে
ব্যবস্থা নেওয়া হবে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত