আদমদীঘিতে অতিরিক্ত ধান মজুদ রাখার দায়ের দুই মিল মালিকের জরিমানা

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৪ জুন ২০২২, ২২:০৩ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ১৬:১৪

সরকারের সাথে চুক্তি ব্যতিত অবৈধ ভাবে গুদামে ধান মজুদ ও সরকার কর্তৃক নির্ধারিত অতিরিক্ত মজুদ রাখার দায়ে বগুড়ার আদমদীঘিতে মেসার্স সরদার ফ্লাওয়ার এন্ড অটো রাইচ মিল ও মের্সাস বসাক চাউল কল মালিকের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার বেলা ১১টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিষার শ্রাবণী রায় এ ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মিল মালিকরা বোরো মৌসুম চলাকালেও  ধান ও চালের অতিরিক্ত মজুদ রেখে বাজারে দামের উর্দ্ধগতি সহ সরকারের সাথে চুক্তি না করে গুদামে অতিরিক্ত ধান মজুদ রাখার দায়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় শনিবার বেলা ১১টায়  উপজেলার সান্তাহার পৌরসভা রোডে মের্সাস সরদার ফ্লাওয়ার এন্ড অটো রাইচ মিল মালিক আখতারুজ্জামানের ৭০ হাজার টাকা ও আক্কেলপুর রোডের ছাতিয়ানগ্রামে মের্সাস বসাক চাউল কল মালিক রনজিৎ কুমার বসাকের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে। এছাড়া সান্তাহারের টিকড়ীর মের্সাস রহমান এন্ড সন্স অটো রাইচ মিল ও ছাতিয়ানগ্রামের মের্সাস নিশান বসাক চাউল কল মালিককে সতর্কবার্তা দেন ভ্রাম্যমান আদালত। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত