আদমদীঘিতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
প্রকাশ: ৯ এপ্রিল ২০২২, ১৯:১৯ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৯:১৬
বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত নারী (৪৮) নিহত হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার নশরতপুর ইউনিয়নের চাটখইর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। শনিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নশরতপুর ইউনিয়নের চাটখইর এলাকায় সড়ক পারাপার হওয়ার সময় এক অজ্ঞাত নারী দূর্ঘটনায় নিহত হন। গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কোনো এক ভারী যানবাহনের চাকায় পৃষ্ট হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। চাকায় পৃষ্ট হয়ে ওই নারীর চেহারা বিভৎস্য ও দেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ডিএনএ পরীক্ষার জন্য নিহতের দেহের একাংশ ল্যাবে পাঠানো হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত