আট বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

  মোঃ হেদায়েতুল ইসলাম (উজ্জল)

প্রকাশ: ১৪ মে ২০২৩, ১৬:৩৯ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৫:০০

মাত্র ৮ বছর বয়সী এক শিশু কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে ভিমু মন্ডল (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ওই শিশু কন্যার বাবা বাদী হয়ে গত শনিবার(১৩মে) রাতে মামলাটি দায়ের করেন। ভিমু মন্ডল উপজেলার সান্তাহার কলসা মহল্লার ফয়েজ মন্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার সান্তাহার কলসার এলাকার জনৈক এক শ্রমিকের মাত্র ৮ বছরের শিশু কন্যা ও তার চাচাতো ৫ বছরের বোনকে সঙ্গে নিয়ে গত ২ মে দুপুরে আসামী ভিমু মন্ডলের দোকানে সদাই ক্রয় করতে গেলে লম্পট দোকানদার ওই শিশু কন্যাকে বিস্কুট দিয়ে দোকান ঘরের ভিতরে নিয়ে দোকানের সাটার বন্ধ করে যৌনপীড়ন করে। এসময় শিশু কন্যার চাচাতো বোন বাড়ীতে দৌড়ে এসে পরিবারের লোকজনকে বলে দোকানদার ভিমু শিশু কন্যাকে দোকান ঘড়ে আটকে রেখেছেন। খবর পেয়ে পরিবারের লোকজন দ্রত দোকানে এসে শিশু কন্যাকে উদ্ধার করেন। 

এদিকে ঘটনার পর থেকে ভিমু মন্ডল পলাতক রয়েছে। এঘটনায় ১২দিনের মাথায় শিশু কন্যার বাবা শনিবার রাতে বাদী হয়ে যৌনপীড়নে অভিযোগে ভিমু মন্ডলকে আসামী আদমদীঘি থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী এসআই রকিব হোসেন বলেন, শিশু কন্যাকে যৌনপীড়নের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে আসামীকে গ্রেপ্তারের জোড় চেষ্টা চলছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত