আজ বিশ্ব সংগীত দিবস
প্রকাশ: ২১ জুন ২০২৩, ১৪:৫১ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩
আজ বিশ্ব সংগীত দিবস। এই উপলক্ষ্যে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ রাজধানীর কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে আজ ও আগামীকাল দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনে থাকছে আলোচনা সভা, সংগীত ও নৃত্যানুষ্ঠান। প্রতিদিন বিকাল চারটায় এ অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে গান গাইবেন সরদার রহমতুল্লাহ, অঞ্জলি চৌধুরী, চম্পা বণিক, মায়েশা সুলতানা উর্বি, রোকাইয়া হাসিনা, নীতা, রজত দত্ত, উদয় শংকর বসাক, শ্যামল কুমার পাল, দিলদার হোসেন মুক্তারসহ বিভিন্ন গানের দল।
ফরাসী ভাষায় ফেট ডে লা মিউজিক-আর বাংলায় বিশ্ব সঙ্গীত দিবস । ২১ জুন পালিত হয় বিশ্ব সঙ্গীত দিবস ৷ বহু বছর ধরেই এই দিনে ঐতিহ্যবাহী মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন করছে ফ্রান্স। এভাবে, ১৯৮২ সালে এসে এ ফেস্টিভ্যাল 'ওয়ার্ল্ড মিউজিক ডে'-তে রূপ নেয়। 'গান হতে হবে মুক্ত; সংশয়হীন'- এই স্লোগানকে সামনে রেখেই বিশ্বের ১১০টি দেশ যোগ দেয় এই আন্দোলনে। ১৯ বছরের পথপরিক্রমায় আন্তর্জাতিক মাত্রা পায় এটি। আর বিশ্বের বিভিন্ন দেশে, স্থানীয়ভাবে অথবা ফরাসি দূতাবাসের সহায়তায় জুনের ২১ তারিখে পালন করা হয় 'ওয়ার্ল্ড মিউজিক ডে'।
১৯৮২ সালে ফরাসি মন্ত্রী জ্যাক ল্যাং সর্বপ্রথম বিশ্ব সঙ্গীত দিবস পালনের প্রস্তাব করেন। ১৯৮৫ সালের ২১ জুন প্রথম গোটা ইউরোপ এবং পরে সারা বিশ্ব এই সঙ্গীত দিবস পালন করে। এরপর থেকে দিনটি বিশ্ব সঙ্গীত দিবস হিসেবে পালন করা হয়। আর প্রথম থেকেই আলিয়ঁস ফ্রঁসেজ দিবসটি পালন করে আসছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত