আজ জাতীয় পাট দিবস
প্রকাশ: ৬ মার্চ ২০২৩, ১৫:০২ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:১১
জাতীয় পাট দিবস আজ সোমবার (৬ মার্চ)। বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
এবার পাট দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পাট শিল্পের অবদান-স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’।
এ বছর পাট দিবসে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে। এছাড়া ৭টি শুভেচ্ছা স্মারক প্রদান করা হবে পাট সংশ্লিষ্ট অংশীজনদের।১১টি ক্যাটাগরিতে দেওয়া হবে এই পুরস্কার।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এক সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটজাত পণ্যকে বর্ষপণ্য-২০২৩ এবং সোনালী আঁশ পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত