আজ গাজী মাজহারুল আনোয়ার এর প্রয়াণ দিবস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:০৪

বাংলাদেশের জনপ্রিয় সুরকার ও গীতিকারদের মধ্যে একজন গাজী মাজহারুল আনোয়ার। স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে যার সৃষ্টিতে আছে অসংখ্য কালজয়ী গান। ২০ হাজার গানের রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার একাধারে একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্য রচয়িতা, গীতিকার ও সুরকার। তাঁর পরিচালিত চলচ্চিত্রের সংখ্যা ৪১টি এবং চলচ্চিত্রে তাঁর অসখ্য জনপ্রিয় গান রয়েছে। কিংবদন্তি গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। 

গাজী মাজহারুল আনোয়ার ২০০২ সালে বাংলাদেশের একুশে পদকসহ নানান পুরস্কার লাভ করেন। এগুলোর মধ্যে রয়েছেন স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য ‘স্বাধীন দেশের সর্ব প্রথম পুরস্কার’, বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড, পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিক বাচসাস পুরস্কার, বিজেএমি অ্যাওয়ার্ড, ডেইলি স্টার কতৃক লাইফটাইম অ্যাওয়ার্ডসহ তাঁর অর্জিত পুরস্কারের সংখ্যা ১১০টি। জনপ্রিয় এই সুরকার ও গীতিকার ২০২২ সালের ৪ সেপ্টেম্বর আজকের এই দিনে প্রয়াত হন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত