আজীমকে হত্যার কারণ এখনও উদ্ধার করা যায়নি: ডিএমপি কমিশনার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৪, ১৪:১৯ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬

ভারতে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ‘মূল কারণ’ এখনও উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, ‘সংসদ সদস্যকে কী কারণে হত্যা করা হয়েছে অর্থাৎ হত্যার মোটিভ কী— এটি এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশ কিংবা ইন্ডিয়ান পুলিশ কেউই উদ্ধার করতে পারেনি।’

বুধবার [২৮ মে] দুপুরে ডিএমপির সদর দফতরে আয়োজিত ‘ডাটাবেজ অ্যান্ড অ্যানালাইসিস অব রোড ক্র্যাশ [ডিএআরসি] সফটওয়্যার’ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এ হত্যাকাণ্ডে যিনি ষড়যন্ত্রকারী, পরিকল্পনাকারী, তিনি এখন দেশের বাইরে রয়েছেন। তাকে গ্রেপ্তার করা যায়নি। বিধায় এটি এখনও উদ্ধার করা যায়নি। তাকে গ্রেফতার করলেই কেবল এই হত্যার মোটিভ জানা যাবে।’

যেহেতু মূল অভিযুক্ত আমেরিকায় পলাতক এবং দেশটির সঙ্গে বাংলাদেশের বন্দিবিনিময় চুক্তিও নেই। এই ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে ফেরাতে কী পদ্ধতি অবলম্বন করা হবে— এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘এ ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে যে ধরনের প্রচেষ্টা করা দরকার, সেটির সর্বোত্তম চেষ্টা করা হবে। যেহেতু তিনি (আজীম) আমাদের সংসদ সদস্য ছিলেন। সুতরাং তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে। যদিও তাদের সঙ্গে [আমেরিকা] আমাদের সেই ধরনের কনট্রাক্ট নেই। এ বিষয়ে অন্য যেকোনও মাধ্যম বা কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ চেষ্টা করা হবে।‘

এক্ষেত্রে ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তিকে কাজে লাগানো হবে কিনা— এমন প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন, ‘আপনারা জানেন যে, এই ঘটনাটি বাংলাদেশের আইনে বিচার হতে পারে এবং ইন্ডিয়াতেও ঘটনা ঘটেছে ইন্ডিয়াতেও বিচার হতে পারে। সুতরাং এটি আমাদের পারস্পারিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হতে পারে।’

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত