আজিমপুর স্টাফ কোয়ার্টারের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত
প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ১৬:২৯ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ২৩:১২
রাজধানীর লালবাগ থানার আজিমপুর স্টাফ কোয়ার্টারে নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে বিপ্লব (২৬) নামে এক মিস্ত্রি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা সাড়ে তিনটায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই পিয়ারুল ইসলাম বলেন, আমরা একসাথে ওই নির্মাণাধীন ভবনেই কাজ করি। দুপুরে ওই ভবনের পাঁচ তলায় রডের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সে আরো জানায়, বর্তমানে আমরা নির্মাণাধীন ঐ ভবনে থাকতাম। আমাদের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা থানার দক্ষিণ কাজিরহাট গ্রামে। সে ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে। বিপ্লবের ৮ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি লালবাগ থানাকে জানিয়েছি বিষয়টি তারাই তদন্ত করছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত