আগুনে পুড়ল মিল্কভিটার কারখানা, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

  সিরাজগঞ্জ প্রতিবেদক:

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ১০:৩৬ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ১০:১৮

জেলার শাহজাদপুরের বাঘাবাড়ি মিল্কভিটায় পাউডার প্লান্ট-২ এর চারতলায় ডায়া মেশিনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কর্তৃপক্ষ।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন। গতকাল শনিবার (১৫ জানুয়ারি) রাত ৯ টার দিকে এই ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে।

এ বিষয়ে রেজাউল করিম জানান, গতকাল শনিবার রাত ৯টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মিল্কভিটা কারখানার পাউডার প্লান্ট-২ এর চারতলার ডায়া মেশিনের ভিতরে অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিক অবস্থায় অফিসের ফায়ারকর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে বাঘাবাড়ি নৌ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বাঘাবাড়ি নৌ ফায়ার সার্ভিস ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ওই ভবনের চার তলার ভেন্টিলেশন কেটে পানি ও ফোম ব্যবহার করে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, ডায়া মেশিনের ভিতরে থাকা বেশকিছু গুড়া দুধ পুড়ে গেছে। এছাড়া ডায়া মেশিনেরও বেশ ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বাঘাবাড়ি মিল্কভিটা কারখানার ডিজিএম অমীয় মণ্ডল জানান, রাত ৯টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মিল্কভিটা পাউডার প্লান্ট-২ এর ৪ তলার ডায়া মেশিনের ভিতরে এ আগুন লাগে। এতে কিছু পাউডার দুধ পুড়ে গেছে। তবে মেশিনের অবস্থা এখনো বোঝা যাচ্ছে না।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত