আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় রানি এলিজাবেথের প্রতি শ্রদ্ধা
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২২, ২০:০৯ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৯:৩০
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। শনিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি বোর্ডের সভার নেতারা রানির শ্রদ্ধায় এক মিনিট নীরবতা পালন করেন।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শনিবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের যৌথসভা শুরু হয়।
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন ও দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে এ সভা অনুষ্ঠিত হয়।
মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠিত বৈঠকের শুরুতেই ব্রিটেনের রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত